বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুর রহিম (৩৫)। মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামস্থ চাচা আব্দুর রশিদের বাড়ির বারান্দা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম একই গ্রামের খবির উদ্দিনের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, আব্দুর রহিম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মঙ্গলবার সকালের দিকে চাচার বাড়ির বারান্দায় গলায় রশি পেঁচানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে থানায় সংবাদ দেওয়া হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। সেইসঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই মৃত্যুর কারণ জানা ও বলা সম্ভব হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই