নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ কৃষ্ণেরচর গ্রামের লেলিন মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কৃষ্ণেরচর এলাকা থেকে বাড়ি ফিরছিলো শিশু সোহাগ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটিকে স্থানীয়রা আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় দুই ঘণ্টা দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মীর মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয়রা সড়ক অবরোধ করলেও পরে তা খুলে দিয়ে যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক কার হয়েছে। ট্রাকটিকে আটক করা গেলেও ঘাতক চালক এখনও পলাতক রযেছে। তবে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম