বরিশালে নানা আয়োজনে বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়েছে। উদীচী শিল্পিগোষ্ঠী ও বরিশাল নাটক, জেলা প্রশাসন এবং চারুকলা পৃথকভাবে বর্ষবরণের আয়োজন করেছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক যৌথভাবে বিগত দিনের মতো নগরীর বিএম স্কুল প্রাঙ্গন থেকে সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছে। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হবে। এর আগে সকাল সাড়ে ৭ টায় বিএম স্কুল প্রাঙ্গনে ৩৮তম বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান, ঢাক উৎসব ও রাখী উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা শেষে স্কুল মাঠে শিশু এবং অভিভাবকদের জন্য আয়োজন করা হয়েছে পৃথক চিত্রাঙ্কন প্রতিযোগীতার। এ উপলক্ষ্যে বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বৈশাখী মেলার।
এদিকে দিনভর নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। শেষ হবে সার্কিট হাউজ চত্ত্বরে। সকাল ৯টায় সেখানে বর্ষ বরন উৎসব অনুষ্ঠিত হবে।
অপরদিকে চারুকলা বরিশালও নানা আয়োজনে বর্ষ বরনের আয়োজন করেছে। সকাল সাড়ে ৮টায় নগরীর সিটি কলেজ চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি একই স্থানে শেষ হবে। এছাড়া সকাল ৭টায় মঙ্গলগীত ও ৯টায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেছে চারুকলা বরিশাল।
বাংলা বর্ষবরণ উৎসবমুখর এবং শান্তিপূর্ন করতে নগরীর জুড়ে পোষাকে এবং সাদা পোষাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, মাহে রমজানের মধ্যে পহেলা বৈশাখ। তাই রমজানের পবিত্রতা রক্ষা করে সবাইকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে। এসব বিষয়ে নজরদারী করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
বিডি প্রতিদিন/এএম