গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মালিহা মোমতাজ (১০) নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার বরমী ইউনিয়নের বরমী-মাওনা আঞ্চলিক সড়কের পাঠানটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালিহা মোমতাজী বরমীর পাঠানটেক এলাকার মফিজ উদ্দিন মিন্টুর মেয়ে। তিন বোনের মধ্যে মালিহা ছিল দ্বিতীয়।
প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুর স্বজনদের বরাত দিয়ে স্থানীয় নাঈম ভুঁইয়া জানান, নিহত মালিহা পাঠানটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো মালিহার স্কুল ছুটির পর বরমী-মাওনা আঞ্চলিক সড়ক ধরে বাড়ি ফিরছিল। ওই সড়কের পাটানটেক এলাকায় পৌছামাত্রই একটি অটোরিক্সা মালিহাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়, পরে চালক অটোরিক্সা ফেলে দ্রুত পালিয়ে যায়। মালিহার মৃত্যুর খবরে এলাকায় শোকার্ত পরিবেশ বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম