আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নাটোরের ৩০০ পথশিশু ও প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও জেলা পুলিশ।
রবিবার দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে এসব উপহার তুলে দেন পুনাক নাটোর সভানেত্রী সুমনা সাহা।
সদর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উপহার সামগ্রী গ্রহণ করে বিভিন্ন পথশিশু ও প্রতিবন্ধী শিশুরা।
বিডি-প্রতিদিন/শফিক