সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, বাউকোলা ও তালা উপজেলার ইসলামকাটি, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া, পাইকগাছা ও খলিল নগর এলাকার মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।
সোমবার সকাল সাড়ে সাতটায় বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে ঈদের জামাত আদায় করেন নারীসহ অন্তত ৬০ থেকে ৭০ জন মুসল্লি।
বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী বলেন, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি। আমরা অন্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।
পাইকগাছা থেকে ঈদের নামাজ আদায় করতে আসা জিএম হাসান-বিন মাহমুদ জানান, আমরা ৩০টি রোজা রেখে আজ ঈদ পালন করছি। বিশ্বের বিভিন্ন দেশেও আজ ঈদ উদযাপন হচ্ছে। প্রতিবছর সৌদি আরবসহ অন্য দেশের সাথে মিল রেখে ঈদ উদযাপন করি।
বিডি প্রতিদিন/এমআই