১৯ মে, ২০২২ ১৮:১৫

বাউবিতে দুই দিনব্যাপী কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

বাউবিতে দুই দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কারুকলাম ডেভেলপমেন্ট: ফরমেট, কন্টেন্ট এবং ইমপ্লিমেন্ট ’ শীর্ষক দুই দিনব্যাপি কর্মশালা (১৮ ও ১৯ মে) বুধ ও বৃহস্পতিবার গাজীপুরস্থ ক্যাম্পাসের সেমিনার হল অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে বক্তব্য রাখেন। কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর এর অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা। দুই দিনব্যাপি এ কর্মশালায় দুইটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর