বিএনপির কেন্দ্র ঘোষিত এক বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ আয়োজন করে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে সমাবেশে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন সহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন