ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন ইউনিয়নে কৃষক গ্রুপ গঠন করা হচ্ছে। রবিবার (২৯ মে) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামে একটি গ্রুপ গঠন করা হয়।
জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলার মোট ৬০টি উপজেলায় ফসলের নিবিড়তা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষক গ্রুপ গঠন করে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামে কৃষক গ্রুপ গঠনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার শাখাওয়াত হোসেন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবদুল কাইয়ুম, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
ফুলপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, এ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। আর এই সুযোগকে মসৃণ করতে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটি বাস্তবায়িত হলে কৃষিতে ঘটবে উন্নয়ন বিপ্লব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ