ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল কর্তৃক আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার নতুন বাসস্ট্যান্ড চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলীর সভাপতিত্বে ও কে বি এম আসাদুজ্জামান ছানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান খোকন।
এসময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ জামান খান আরিফ, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক মণ্ডল, কৃষি বিষয়ক সম্পাদক আল-আমীন রনি, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন মণ্ডল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, বয়েজ ক্লাব সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম গোলাপ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসানুল ইসলাম হিমেল ও সাধারণ সম্পাদক রতন মণ্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই