দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লেগে আসবাবপত্র ও ফাইলপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ভবনের জানালা হতে ধোঁয়া বের হতে দেখে আশেপাশের লোকজন দমকল বিভাগে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
দুদকের ডিএডি মো. কামরুজ্জামান জানান, তৃতীয় তলায় আলমারিতে থাকা ফাইলপত্র বিনষ্ট হয়েছে। বিকাল ৫টায় অফিস ছুটি হলে বেশীর ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে যায়। হঠাৎ তৃতীয় তলায় ধোঁয়া দেখে লোকজন দমকল বিভাগে খবর দেয়। দমকল বিভাগ দরজার তালা ও জানালার কাঁচ ভেঙে পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬টা কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে।
জানা যায়, এর আগে দুপুরে অফিসের সামনেই পুরানো কাগজপত্র পোড়ানো হয়। আগুন নিভানের সময় সেখানেও ধোঁয়া দেখা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন