ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে গাড়ির ড্রাইভার, মোটরসাইকেল চালক ও দোকান থেকে টাকা নেওয়ার সময় হাতির মাহুতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুন) বিকালে বালিয়াডাঙ্গী- রাণীশংকৈল সার্কেল অফিসার তোফাজ্জল হোসেন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে হাতির মাহুতকে আটক করে। পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে তিনি মাহুতকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আটককৃত যুবক নওগাঁ জেলার ধামুইরহাটের সাইফুর রহমানের ছেলে নয়ন (১৯)।
অটোচালক রাব্বি জানান, আমাকে মাহুতের ইশারায় আটকিয়ে টাকা চাইলে আমি ১০ টাকা দেই। ১০ টাকা নিবে না বলে জানান মাহুত। পরে ভয়ে আমি ২০ টাকা বের করে দেয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে প্রায় তারা টাকা নেয়। দোকানদার রমজান আলী বলেন, আমার দোকানের সামনে আসে টাকা চায়, আমি দিতে না চাইলে দোকান ভাঙচুর করবে বলে হুমকি দেয়। তখন আমি বাধ্য হয়ে ২০ টাকা দেয়।
বালিয়াডাঙ্গী থানার এসআই সোবহান জানান, চাঁদাবাজির খবর পেয়ে সার্কেল স্যার, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ও রাণীশংকৈল থানা পুলিশের যৌথ অভিযানে হাতির মাহুতকে আটক করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, রাস্তায় চাঁদাবাজি করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন