যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
বালকদের বিভাগে কটিয়াদী উপজেলাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে কিশোরগঞ্জ পৌরসভা। ম্যাচের একমাত্র গোলটি করেন আব্দুল্লাহ আসিক। টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পৌরসভার মো. নাইম মিয়া। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন কটিয়াদী উপজেলার ইব্রাহিম।
এদিকে বালিকাদের ম্যাচে টানা তৃতীয় বারের মত শিরোপা জিতেছে করিমগঞ্জ উপজেলা। ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন করিমগঞ্জ উপজেলার ঝুমা আক্তার। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সুচি আক্তার।
আজ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে খেলার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কিশোরগঞ্জ।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিডি প্রতিদিন/এএম