চাঁদপুর বড়স্টেশন রেলওয়ের নির্মাণাধীন প্লাটফর্মের প্রায় ২০০ ফুট দেয়ালে বৃষ্টির ফলে ফাটল ও হেলে পড়া স্থান পরিদর্শন করেন রেলওয়ে কুমিল্লার সহকারি নির্বাহী প্রকৌশলী।
বৃহস্পতিবার দুপুরে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌ: মোঃ মোরসালিন রহমান বড়স্টেশন প্লাটফর্মের ভেঙে পড়া স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে চাঁদপুরের উপ-সহকারী প্রকৌ: (কার্য) মোঃ আব্দুন নূর উপস্থিত ছিলেন। গত ২৯ মে মুশলধারে বৃষ্টির ফলে নির্মাণাধীন ফ্লাটফর্মটির প্রায় ২শ’ ফুট দেয়াল ফাটল ও হেলে পড়ে যায়।
রেলওয়ে প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বড়স্টেশনে ৯শ’ ফুট লম্বা একটি নতুন প্লাটফর্ম নির্মাণ করা হচ্ছে। এর পূর্বে অপর প্রান্তের প্লাটফর্মটিও নির্মাণকালে নিম্নমানের কাজের কারণে ভেঙে যায়।
বাংলাদেশ রেলওয়ে কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌ: মোঃ মোরসালিন রহমান জানান, সম্প্রতি মুশলধারে বৃষ্টিতে নির্মাণাধীন প্লাটফর্মটির দেওয়াল ফাটল ও কয়েকটি স্থানে হেলে পড়ে যায়। আমরা পর্যবেক্ষণ করে নির্ধারণ করেছি প্রায় ২শ’ ফিট স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল ও হেলে পড়া অংশের কাজ চলমান রয়েছে। এখন ক্ষতিগ্রস্ত স্থানের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন