কুমিল্লায় সাত দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া চার বোনকে পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবার।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)- এর একটি সূত্রও শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
পিবিআই সূত্রে জানা গেছে, কুমিল্লার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিকে, চার মেয়ের মামা সিদ্দিকুর রহমান বলেন, আমরা ভাগনিদের নিতে কুমিল্লায় এসেছি। এখন তাদের সাথেই আছি। এর বেশি এখন কিছু বলতে পারছি না।
বিডি প্রতিদিন/কালাম