নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবপুর বড় বাড়ির সামনে যুব সমাজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন।
চৌমুহনী প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে এ সময় ইউপি সদস্য হাফেজ জাফর উল্যাহ স্বপন, সমাজসেবী আবুল হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
খেলায় ১-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব আবহনী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডি প্রতিদিন/কালাম