চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৪১৩ জন অংশ নেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার জানান, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য পূর্বেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। সে হিসেবে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/এএ