নোয়াখালীর সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত চার লেন সড়ক উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন ও জনভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর উদ্যোগে মাইজদী টাউনহল মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাড. কাউছার নিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভ‚ইয়া, তারেকশ্বর দেবনাথ নান্টু, নোবিপ্রবির ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, উন্নয়ন সংগঠন এসো গড়ির প্রধান সমন্বয়ক আবদুল আউয়াল, এড. আজিজুল হক বকসি, আমরা নোয়াখালীর প্রধান সমন্বয়ক ওয়াজেদ মোহনসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল