মেহেরপুর শহরের কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে কাফনের কাপড় পড়ে মৌন মিছিল করেছে ব্যবসায়ীরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর শহরের কাঁসাড়ি বাজার মোড় থেকে কাফনের কাপড় পরে এ মৌন মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর চেম্বার এন্ড কমার্সের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কলেজ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ কুদ্দুস প্রমুখ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের অপসারণ ও বিভাগীয় বিচারের দাবি করে সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটিকে দোকান প্রতি ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। যার রশিদসহ প্রমাণ আছে। তাই কোনোভাবেই এগুলো অবৈধ দোকান হতে পারে না। ২৫ জন ব্যবসায়ীর মোট ক্ষতি আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকা। আমরা অবিলম্বে জেলা প্রশাসকের অপসরণসহ তার বিচারের দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/আবু জাফর