ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে এক ঘন্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষকরা। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত “কর্মস্থলে নিরাপত্তা চাই” এই শ্লোগান নিয়ে দিনাজপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মবিরতি ও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেশের শিক্ষা ব্যবস্থাকে রুদ্ধ করতে তাদের এমন আচরণ। আমরা এ ঘটনার বিচার দাবি করছি। সেই সাথে কর্মস্থলে নিরাপত্তা, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মবিরতিতে অংশ নেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুস সালাম আজাদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর ইউনিটের সভাপতি প্রফেসর মো. মোজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম, কলেজ ইউনিটের সভাপতি এ কে এম আল আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার সাহা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাজেদুল ইসলামসহ কলেজের সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ