বগুড়ার আদমদীঘি উপজেলায় বসত বাড়ি থেকে গাঁজার চাষ করায় শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আদমদিঘি উপজেলার সান্তাহার পৌর শহরের লোকু পশ্চিম কলোনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে।
জানা যায়, আদমদিঘি উপজেলার সান্তাহার লোকু পশ্চিম কলোনী মহল্লায় নিজ বাড়ির আঙিনায় ইটের প্রাচীর ঘেঁষে গাঁজা গাছের চাষ করছিলেন আসামী শহিদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বড় একটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়ার আদমদিঘি সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শামীমা আকতার জানান, আমাদের কাছে খবর ছিল শহিদুলের বাড়িতে গাঁজার চাষ হচ্ছে। সেই সূত্র ধরে আমরা অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তারসহ একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ