বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া ফসলী মাঠ থেকে খাজা প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের লাশ জমি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার রাত ৮ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। খাজা প্রামানিক সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের ধলু প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে বগুড়া জেলার সোনাতলা উপজেলার মহিচরণ গ্রাম থেকে পারিবারিক কলহে বাড়ি থেকে বেড়িয়ে আসে খাজা প্রামানিক। গত ১৫ দিন আগে থেকে সে নিখোঁজ থাকে। শনিবার উপজেলার সান্তাহার ইউনিয়ন কায়েতপাড়া গ্রামের কয়েকজন রাখাল সারাদিন মাঠে গরু চড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটি সেচপাম্পের পাশের রাস্তায় এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। তবে মৃত্যু কিভাবে হয়েছে এর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার বিষয়ে জানা যাবে। তিনি আরও জানান, নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। শনাক্তকরণের পর লাশটি তাদের হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন