বাহারি রকমের দেশীয় ফলের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং সংরক্ষণের লক্ষ্যে এই প্রথম চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে প্রধান অবিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
ফল উৎসবে বিভাগ ভিত্তিক স্টলে প্রায় ৪৪ রকম দেশীয় ফলের বাহারে সজ্জিত করা হয়। আমন্ত্রিত অতিথিরা স্টল পরিদর্শন করেন।
স্টলে ফলের মধ্যে ছিল বেতুন, বৈঁচি, বেলুম্ব, কাঠ বাদাম, তালের শাঁস, আনার, ডালিম, পেঁপে, কামরাঙ্গা, জাম্বুরা, বেল, কলা, ডাব, নারিকেল, তরমুজ, আমলকি, অড়বরই, বহেরা, হরিতকি, লটকন, গাব, ডেউয়া, কাউ, জাম, সফেদা, নুইন্যা, করমচা, গুটি জাম, জামরুল, ডুমুর, দেশি খেজুর, আম, লিচু, পেয়ারা, কাঠাল, আনারস, ছাগলনাদি, আমড়া, বুতিজাম, জগডুমুর, চালতা, তেঁতুল ও লেবু।
বিডি প্রতিদিন/এএ