ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, রবিবার ভোর পৌনে ৪টার দিকে গ্রামের প্রবাসী আব্দুল হাইয়ের বসতঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন তার ছোট ভাই কাওসার মিয়ার বসত ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে তাদের বসত ঘরে থাকা স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মনির সারোয়ার বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুতের শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর