বরিশালের গৌরনদী পৌরসভা শাখা যুবদলের সদস্য জাকির হোসেন রাজাকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার বানিয়াশুরি গ্রামে এই হামলার পর রাজাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন রাজা অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে বানিয়াশুরি গ্রামে মুজাহার সরদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে একদল সশস্ত্র ব্যক্তি ছাত্রলীগ পরিচয় দিয়ে তাকে ঘিরে ফেলে। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা তাকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
যুবদল নেতার ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ। গৌরনদীতে বিভক্ত বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, যুবদল নেতার ওপর হামলার বিষয়ে থানা পুলিশ অবগত নয়। কেউ থানায় অভিযোগও করেনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল