জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ অনুষ্ঠিত গানের প্রতিযোগীতায় এবার ২য় স্থান অর্জন করেছে মাহদি বিন মনির সৌদ। ২০১৯ সালে অনুষ্ঠিত এ গানের প্রতিযোগীতায় মাহদি প্রথম স্থান অর্জন করেছিল।।
গত ৬ জুন ঢাকায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মাহদি মানিকগঞ্জের পুলিশ পরিদর্শক ( সিআইডি) মোঃ মনির হোসেনের একমাত্র সন্তান। সে লেখাপড়ার পাশাপাশি গানেও সাফল্যতা অর্জন করে চলছেন। তার মা উম্মে কুলসুম একজন গৃহিনী।
মাহদির বাবা মনির হোসেন বলেন, মাহদি মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যারয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। লেখাপড়ার সাথে সে গানের চর্চা করে যাচ্ছেন। ছেলের অব্যাহত সাফল্যে তিনি আনন্দিত এবং গর্বিত। ছেলের জন্য তিনি সকলের কাছে দোয়া চান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ