ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর মহিপাল থেকে ৬ হাজার ৪শ ৩৫ পিস ইয়াবাসহ মো. ইসহাক (৪৩) নামে একজনকে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে মহিপালের ছিদ্দিক মেমোরিয়াল আদর্শ একাডেমি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩২ লাখ ১৭ হাজার ৫’শ টাকা বলে র্যাব জানান। ইসহাক কক্সবাজারের টেকনাফ থানার কেরামত আলীর ছেলে।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কিছু মাদক কারবারী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন খবরে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এই সময় ইসহাককে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ৩৩টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকের ভিতর ৬ হাজার ৪শ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আবদুল্লাহ আল-জাবের ইমরান জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম