বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে অংশ নেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্বল,যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মমিন খন্দকার ডালিম, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম