মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের মুন্সিপাড়ায় মাদ্রাসা শিক্ষকের নামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ জুন) দুপুরের দিকে গাংনী থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম এখলাছুর রহমান। তিনি উপজেলার কাজিপুর গ্রামের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা।
কাজিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নওদাপাড়া গ্রামের মহন আলী বলেন, শনিবার (১১ জুন) সকালের দিকে শিশুটিকে পাকা কাঁঠাল খাওয়ানোর লোভ দেখিয়ে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করেন মাদ্রাসা শিক্ষক এখলাছুর। সে সময় শিশুটি চিৎকার দিলে লোকজন জড়ো হলে কৌশলে এখলাছুর পালিয়ে যান। এ ঘটনায় ওই শিশুটির পরিবার অভিযোগ নিয়ে প্রথমে আমার কাছে আসে। পরে চেয়ারম্যানের কাছে যান পরিবারটি।
কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মু.আলম হুসাইন বলেন, ভিকটিমের পরিবার আমার কাছে এসেছিল। আমি তাদের আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। এছাড়া গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবগত করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী শিশুর (৭) মায়ের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অভিযুক্ত এখলাছুর পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ