আইনী জটিলতা নিরসনের জন্য ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার ইসির নির্বাচন পরিচালনা-২ এর অধি শাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, গত ২ জুন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করলে ৮ জুন বাতিলের প্রজ্ঞাপন ১ মাসের জন্য স্থগিত করা হয়। যে কারণে নির্বাচনে সকল প্রকার আইনগত জটিলতা নিরসনের জন্য নির্বাচনটি আপাতত স্থগিত করেছে ইসি। তবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়নে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন