বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার সকাল ১১টায় দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
নিহতরা হলো নন্দীগ্রামের কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬৫) এবং নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।
বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই তারিকুল ইসলাম জানান, রণবাঘা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
আহত ও নিহতরা সকলেই সিএনজি যাত্রী ছিল। ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনায় সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল/ফারজানা