ভোলার চরফ্যাশনে মাদক, চাঁদাবাজী, ডাকাতি, প্রতারণা, নারী ধর্ষণসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত বহু মামলার পলাতক আসামি মুরাদ হোসেন মুন্নাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ওসি মোরাদ হোসেনের নেতৃত্বে রবিবার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন সোমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।
মুরাদ হোসেন মুন্না দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবুল বাসার চাপরাশির ছেলে।
থানা সূত্রে জানা যায়,মুরাদের বিরুদ্ধে চরফ্যাশন এলাকায় বিভিন্ন থানায় মাদক,চাঁদাবাজী, ডাকাতি, প্রতারণা, নারী নির্যাতন, ধর্ষণসহ তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। দুটি চাঁদাবাজি মামলায় ১টিতে ১৭ বছর অপরটিতে ১৪ বছর এবং সাজা হয়। সাজা হওয়ার পরে সে দীর্ঘদিন যাবত ঢাকায় পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, বিভিন্ন মামলায় ৬০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামী মুরাদ দীর্ঘদিন ঢাকায় সে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ