নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জুন) রাতে ফতুল্লার তক্কারমাঠ শেহাচর এলাকায় অবস্থিত একটি গার্মেন্টসের সামনের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই পোশাক কারখানার সিকিউরিটি গার্ড ফয়জুল হক জানান, প্রতিদিনই রাত ১১টায় কারখানা ছুটি হয়। এরপর থেকে কারখানার সামনের সড়ক একেবারেই নীরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্ধ হয়ে যায়। তবে রবিবার রাতে হঠাৎ দেখা যায় সড়কে একটা ছেলে লাফাচ্ছে। কিছুক্ষণ লাফিয়ে সড়কে পড়ে নিথর হয়ে যায়। পরে বিষয়টি তাৎক্ষনিক মালিকপক্ষকে ফোন করে জানানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ