টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সোলিমাবাদ ও দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও আবাদি জমি রক্ষায় যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে জিওব্যাগ বৃদ্ধির দাবি জানিয়েছে স্থানীয়রা। এছাড়া জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।
আজ সকালে এলাকাবাসীর আয়োজনে নদীর তীরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বজলুর রশিদ বাবুল, আব্দল হাই সরকার, আব্দুল হালিম সরকার, আজিজুল হক পান্না ও শাজাহান মিয়া, ওয়ার্ড মেম্বার কাবির মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন, সোলিমাবাদ ও দপ্তিয়ার ইউনিয়নের কয়েকটি গ্রামে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। কবরস্থান মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। তাই ভাঙন প্রতিরোধে জিওব্যাগ বৃদ্ধিকরণ ও জলদ্যুর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/হিমেল