নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আজহার উদ্দিনের সমর্থকরা ভূমিহীন বাজারে এ হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর চিফ এজেন্ট বেলাল, আলমগীর হোসেন, শামীম আহমেদ, বাসু ও চাঁন মিয়া আহত হয়েছেন। এর মধ্যে আহত অবস্থায় বেলাল, আমলগীর ও শামীমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি দোকানে বসেছিল চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর চিফ এজেন্ট বেলালসহ কয়েকজন। হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থীর ৩০-৩৫ জন সমর্থক লাঠিসোঁটা নিয়ে ভূমিহীন বাজারে মিছিল নিয়ে এসে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেয়নি। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা বেলাল ও ঘোড়া প্রতীকের অপর সমর্থকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ আহত অবস্থায় তিনজনকে আটক নিয়ে যায়।
স্বতন্ত্রপ্রার্থী আমিরুল ইসলাম বলেন, তার কোনো কর্মসূচিই ছিল না। তার সমর্থকরা একটি দোকানে বসেছিলেন। এর মধ্যে হঠাৎ করে নৌকা প্রতীকের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায়। এ সময় পুলিশ নৌকা প্রতীকের সমর্থকদের সহযোগিতা করে এবং তার আহত সমর্থকদের আটক করে।
এ বিষয়ে স্থানীয় মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন। একটি গুজবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা