ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বরিশাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সেমিনারে প্রায় ৩শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে অতিথিরা শিক্ষার্থীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর নানা দিক অবগত করেন। কোথাও ভোক্তা অধিকার বিঘ্নিত হলে আইনের আশ্রয় নেয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন