যশোরে চৌগাছা উপজেলার মাসিলা গ্রামের ধোনার খাল এলাকার মাঠ থেকে চয়ন (২০) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। চয়ন ওই উপজেলার হুদাপাড়া গ্রামের সবুজ হোসেনের ছেলে।
যশোর পুলিশের মুখপত্র ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, সোমবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মাসিলা ধোনার খাল এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা থেকে সেসময় দুর্গন্ধ বের হচ্ছিল। তারা বিষয়টি চৌগাছা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন।
ওসি জানান, মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করে এর সাথে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন