ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি সিএনজি জব্দ করেছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহাসড়কের মালিহাতা নামক স্থানে চেকপোস্ট বসায়। এ সময় আশুগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিক্সাকে থামার সংকেত দেয় পুলিশ। সংকেত দেখে সিএনজি চালক হাইওয়েতে গাড়ি রেখে দৌঁড়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সাটি তল্লাশি চালিয়ে ১৬টি প্যাকেটে বিশেষ কায়দায় রাখা ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সড়ক ব্যবহার করে কোনো প্রকার মাদক পাচার করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল