রংপুর নগরীতে এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর ধাপ শ্যামলী লেনে তার ভাড়া বাসা থেকে রফিকুল ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মালতিবাড়ি গ্রামের মেহের আলীর ছেলে।
মেট্রোপলিটন কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, নগরীর ধাপ শ্যামলী লেনে স্ত্রী-সন্তানসহ ভাড়া থাকতেন রফিকুল। গত ৩ মাস আগে রফিকুলের ইচ্ছার বিরুদ্ধে তার স্ত্রী সৌদি আরবে চলে যায়। এরপর রফিকুলের দুই সন্তানের মধ্যে একজনকে তার বন্ধুর বাড়িতে, অপরজনকে নানা বাড়িতে রেখে আসে। সোমবার দুপুরে প্রতিবেশীরা রফিকুলের সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা খুলে ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় রফিকুলকে দেখতে পায়। পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। কোন অভিযোগ না থাকায় পুলিশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে।
কোতয়ালী থানার এসআই মনোয়ার হোসেন বলেন, রফিকুলের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্ত্রীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম