দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাছ চাষীদের নিয়ে “মাছ চাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় হাবিপ্রবিতে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৩৯ জন মাছ চাষীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
আইআরটি'র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. ইমরান পারভেজ প্রমুখ। সঞ্চালনা করেন আইআরটির সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
বিডি প্রতিদিন/এএ