নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৫৮) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার রামশার কাজীপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রামশার কাজীপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। তিনি ৫ নম্বর বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের ২ নম্বর সমস খলসী ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশ।
এলাকাবাসী জানায়, হাবিবুর রহমান তার নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই