টাঙ্গাইলের সখীপুরে সখ করে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে তাসফিন আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়ার গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় ইউরেকা মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, বন্ধুর মোটরসাইকেল নিয়ে নলুয়া-বাসাইল সড়কের কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রীজের রেলিংএর সাথে ধাক্কা খায় তাসফিন । এসময় মাথায় আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অবস্থার অবনতি হলে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার পরিজন শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএ