ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত, নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ এবং নতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, নজরুল ইসলাম খান, ইয়াসমিন সুলতানা, ছাত্র ফেডারেশনের সাবেক নেতা সজীব ওয়াফি, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির এবং জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ এবং সহ-সভাপতি হাছিব আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত, নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ এবং নতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। পরে একই দাবিতে গণসংহতি আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/কালাম