পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ গাজী (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ভাগ্নে শামিম (৩০)।
মঙ্গলবার সকাল দশটায় কুয়াকটা-পটুয়াখালী মহাসড়কের বশাক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হানিফ গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি ওই এলাকার মৃত রত্তন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আমখোলা থেকে ভাগ্নে শামিমের মোটরসাইকেল যোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয় হানিফ। এসময় বশাক বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন