চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯শ’ ২০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।
মাশহাদ উদ্দিন বলেন, হরিণা ফেরিঘাটে দুটি গাড়ি তল্লাশি করে ৯শ’ ২০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়। এছাড়া কচ্ছপগুলো জীবিত থাকায় সেগুলোকে ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।এসময় অন্যদের মধ্যে উপজেলা মৎস্য বিভাগের মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম