লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক ঘটনায় গৃহবধূসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রায়পুরের চর মোহনা গ্রাম থেকে জোহরা আক্তার স্মৃতি নামের এক গৃহবধূ ও পার্শ্ববর্তী এলাকার সাহাব উদ্দিন নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নিজ নিজ পারিবারিক কলহ বিবাদের কারণে তারা আত্মহত্যা করেছে।
এদিকে দক্ষিন চরবংশীর মিয়ার হাট নামক স্থানে বজ্রপাতে আব্দুল আজিজ নামের অন্য একজন মারা গেছে বলে জানা যায়। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত স্মৃতি স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলামের স্ত্রী, যুবক সাহাবউদ্দিন একই এলাকার বাবুল হোসেনের ছেলে। বজ্রপাতে নিহত ব্যাক্তি দক্ষিন চরবংশী এলাকার হোসেন আহমদের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন একই গ্রামের গৃহবধূ ও ডুবক তাদের পৃথক ঘটনায় পারিবারিক কলহ বিবাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে কৃষি মাঠে কাজ করার সময় বজ্রবৃষ্টির সময় আজিজ মারা গেছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ