নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন গ্রহণের সব প্রস্তুতি শেষ। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুর পৌরসভা সাধারণ নির্বাচন।
এবার প্রথমবারের মতো মেহেরপুর পৌরসভায় সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ দুপুরের দিকে মেহেরপুর সরকারী কলেজ মাঠ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ অন্যান্য মালামাল পাঠানো হয়েছে। কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নিরাপত্তার দায়ীত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের পাঠানো হয়েছে।
মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৭৮৪ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১৮ হাজার ১৫ ও পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৬৯ জন।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার জানান, এরই মধ্যে সার্বিক প্রস্ততি শেষ হয়েছে। আশা করছি একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব ঠিকঠাক থাকলে কাল সকাল থেকে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভয়ভীতির উর্দ্ধে থেকে পছন্দের প্রার্থীদের ভোট দেবে।
মেহেরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিম বিলাহ মতু (নারিকেল গাছ) প্রতিদ্ব›দ্বীতা করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ