আগামীকাল বুধবার বগুড়ায় একটি পৌর ওয়ার্ড ও ৪টি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউপি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল, কাহালু উপজেলার দুর্গাপুর ও সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তারা বলছেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বগুড়ার নন্দ্রীগ্রাম উপজেলা নির্বাচন অফিস জানায়, বুড়ইল ইউপির নির্বাচনে ছয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩০ হাজার ৩২৬ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১৬টি।
সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। ইউপির নির্বাচনে ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৯ হাজার ৮১৫ জন। ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি এবং বুথ রয়েছে ৩৪টি।
নবগঠিত গাবতলীর সুখানপুকুর ইউনিয়নে এই প্রথমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিয়নে ১২টি কেন্দ্রে ৭৬টি বুথ রয়েছে, ভোটার সংখ্যা ২০ হাজার ২২৯ জন। পাঁচজন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৩ জন, সাধারণ সদস্য পুরুষ প্রার্থী ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামছুল হকের মৃত্যুতে এই ওয়ার্ডটি শূন্য হয়। এই ওয়ার্ডে একটি কেন্দ্র, ৮টি বুথে ২ হাজার ১৫৪ জন ভোটার রয়েছে।
কাহালু উপজেলার দুর্গাপুর ইউপির ভোট গ্রহণ হতে যাচ্ছে বুধবার। ইউপির সর্বমোট ভোটার ১৮ হাজার ৫৩ জন। এ ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ১২টি এবং বুথ সংখ্যা ৬০টি।
বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ন কবির জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যেই সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করা যাচ্ছে অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হবে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সুখানপুকুর ইউনিয়ন ও গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২টি মোবাইল টিমসহ পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই