মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় লোকমান হোসেন নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটে গত সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের হবিগঞ্জ সড়কে। নিহত লোকমান হোসেনের বাড়ি চট্টগ্রামের খাগড়াাছডড়ির মানিকছড়ি উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হবিগঞ্জ সড়কে হাবিব মার্কেটের সমানে দাড়িয়ে একটি কাভার্ডভ্যান মাল আনলোড করছিল। এসময় আরেকটি একটি কাভার্ডভ্যান পিছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনা চেপ্টা হয়ে ভেতরে ঢুকে গেলে চালক লোকমান হোসেন গাড়ীতে আটকা পরেন।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা চেষ্টা করে লোকমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল থানার এস আই রাকিবুল হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার হয়ে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শারমিন চালককে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এএ