হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ পাশ করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্তর’স এসোসিয়েশনের নেতারা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর’স এসোসিয়েশনের সভাপতি ডা. পঞ্চু দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক ডা. রূপক চাকমা। পরে সংগঠনটির দাবি সংবলিত একটি স্মরকলিপি জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল